ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে প্রথমে দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা খুলনার উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, এনজিও প্রতিনিধি ও আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সদস্য নজরুল ইসলাম, সুতিকা সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
আরও পড়ুনঃ পোশাক শিল্পে শ্রমিকদের ৪% ইনক্রিমেন্ট বাড়িয়েছে সরকার
সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবার ভূমিকা এবং সমাজের বিভিন্ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। যুবসমাজকে দুর্নীতিমুক্ত ভবিষ্যত গড়ার জন্য সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন।
দিনব্যাপী এই আয়োজন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।