মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৬৯টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রিকেট ব্যাট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পাঠাগার স্থাপনের মাধ্যমে তাদের জ্ঞানার্জনের সুযোগ আরও বৃদ্ধি করা হবে।
আরও পড়ুনঃ আওয়ামী শাসনামলে গুম-খুনে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ইবি ছাত্রদলের
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফ উল্যা আস শামস।
আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করা এবং সৃজনশীল মনোভাব গড়ে তোলা।