spot_img

― Advertisement ―

spot_img

বেরোবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুক্রবার (২ মে) সারা...
প্রচ্ছদসারা বাংলাআগামী ১৩ই ডিসেম্বর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীতের আয়োজন

আগামী ১৩ই ডিসেম্বর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীতের আয়োজন

এস হোসেন মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ আগামী শুক্রবার, ১৩ ডিসেম্বর, রাজধানীর পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সমগীত আয়োজিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “গানে প্রানে” অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি বিকেলে শুরু হবে এবং এতে অংশগ্রহণের জন্য সকল স্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করছে। এবারের আয়োজনেও দেশজ ও গণজাগরণমূলক সংগীত পরিবেশন করবেন সনামধন্য ও উদীয়মান শিল্পীরা।

সমগীত বিশ্বাস করে, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণের বিভেদ ভুলে একতাবদ্ধ হওয়া সম্ভব। সুস্থ সংস্কৃতির মাধ্যমে অকল্যাণকর শক্তি দূর করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়া যায়। অনুষ্ঠানটি এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকবেন জিহাদ ও নাজমুল, এবং ব্যবস্থাপনায় থাকবেন বিপ্লবী শিল্পী সমাজ ও ছাত্র জনতা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শোয়েব হোসেন, যিনি শিল্পী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

“গানে প্রানে” অনুষ্ঠানে গণজাগরণ ও উদ্দীপনামূলক গান পরিবেশিত হবে, যা সৃজনশীল এবং উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে।

সকলকে এই মহতী আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।