ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় সাংবাদিক আবু সাঈদের পরিচালিত অনিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে হামলা এবং প্রতিষ্ঠানের এক পরিচালকের অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতার মদদে এবং কিছু ভাড়াটে লোকজন এই ঘটনা ঘটায়। হামলাকারীরা ফাউন্ডেশন অফিসে ঢুকে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে এবং প্রতিষ্ঠানটির পরিচালক মেহের আলীকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। স্থানীয়দের হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে গেলেও ঘটনার পরপরই হুমকির ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের পরিচালক মেহের আলী জানান, হামলাকারীরা তার ওপর আক্রমণ চালিয়ে তাকে অপহরণের চেষ্টা করেছিল। পরে তিনি চিকিৎসার পর সুস্থ হয়ে বিষয়টি প্রকাশ করেন।
সাংবাদিক আবু সাঈদ অভিযোগ করে জানান, তাদের স্বেচ্ছাসেবী সংগঠন অনিক ফাউন্ডেশন ১৮ বছর ধরে উন্নয়নমূলক কাজ করে আসছে। তবে একটি চক্র তাদের কার্যক্রম ব্যাহত করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ডা. ওহিদুজ্জামান এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের কর্মকাণ্ড সমাজের শৃঙ্খলা নষ্ট করছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের নিরাপত্তা এবং সুশাসনের জন্য সকলে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।