সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা সাংবাদিকদের সহযোগিতা চেয়ে উপজেলাটিকে আরও উন্নত ও কার্যকরভাবে পরিচালনার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, "উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেন দ্রুত হয়, জনগণকে প্রশাসনিক দপ্তরে বারবার যেতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে আমি কাজ করব।"
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নূরউদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক রফিকুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিম চট্টগ্রামে আটক
ইউএনও মাসুদ রানা তাঁর বক্তব্যে সাংবাদিকদের উপজেলায় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান এবং যেকোনো সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।