spot_img

― Advertisement ―

spot_img

১‘শ রাউন্ড গুলিসহ রায়পুরাতে এক যুবক গ্রেফতার

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড গুলিসহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। গোপন...
প্রচ্ছদসারা বাংলাসুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো: পররাষ্ট্র...

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো: পররাষ্ট্র উপদেষ্টা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে।” বাংলাদেশবিরোধী প্রচারণাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যতটুকু সম্ভব এই প্রচারণার মোকাবিলা করা হচ্ছে এবং যারা বাংলাদেশের কথা শুনতে রাজি, তাদের সঙ্গে আলাপ চলছে।

শনিবার (১৪ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা ও বেলাব উপজেলায় কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশের দায়িত্ব একটি বিশেষ পরিস্থিতিতে তাদের হাতে দেওয়া হয়েছে। সংস্কারমূলক কার্যক্রম শেষে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এছাড়া রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি একটি ইপিজেড স্থাপনের উদ্যোগ নিলে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রেলগেটে যানজট নিরসন এবং দুটি নতুন থানা স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি মতামত দেন।

আরও পড়ুনঃ চট্টগ্রাম প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সাবেক সেতু সচিব মোঃ জাহিদ হোসেন, এমআরডিআই উপদেষ্টা সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মোঃ খালিদ হোসেন, নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বারসহ প্রশাসনের কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন এবং উন্নয়নমূলক বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।