spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ল্যাপটপ চুরি-সিসিটিভি ফুটেজও গায়েব, নীরব প্রশাসন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটি ল্যাপটপ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের...
প্রচ্ছদসারা বাংলানানা আয়োজনে আরসিআরইউ'র বিজয় দিবস উৎযাপন   

নানা আয়োজনে আরসিআরইউ’র বিজয় দিবস উৎযাপন   

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ ও নানা আয়োজনে  মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহী কলেজ আয়োজিত শোভাযাত্রা শেষে আরসিআরইউ এর সভাপতি মোঃ আব্দুল হাকিম  ও সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের নেতৃত্বে  কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।

শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মূহুর্তে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, আরসিআরইউ’র শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ ইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আরসিআরইউ’র কার্যালয়ে সভাপতি মোঃ আব্দুল হাকিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা, উপস্থিত বক্তব্য ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্বরূপ পুরষ্কার তুলে দেওয়া হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, আরসিআরইউ’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্দ্রিরা ঘোষ, আরসিআরইউ’র সহ-সভাপতি আবু সাঈদ রনি, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মোঃ সুজন আলী, তথ্য ও প্রচার সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।