spot_img

― Advertisement ―

spot_img

দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায়...
প্রচ্ছদসারা বাংলামহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বিজয় র‍্যালি

ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় সখিপুর মোড় থেকে র‍্যালিটি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জামায়াত অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকরে সঞ্চালনায় উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলামরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা অন্যতম সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। 

আরও পড়ুনঃ রামগঞ্জে এনায়েত স্মৃতি সংঘের উদ্যোগে কৃষি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবু মুনতাসির, সোলাইমান হোসেন, আব্দুল গফুর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, জিয়াউর রহমান, মাওলানা রুহুল আমিন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন প্রমুখ।