মোঃ আবু হায়াৎ, সুনামগঞ্জ (জেল) প্রতিনিধিঃ তাহিরপুরে “মাটিকাটা” গ্রামে পাকা ব্রিজ থেকে বড়ছড়া পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মাটিকাটা উর্ধ্বগামী ইসলামী যুব সংঘটনের উদ্যোগে এবং এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে কাজ শুরু হয়েছে, যা ১২ মাস ব্যবহার উপযোগী হবে।
সড়কটির সংস্কারের ফলে স্থানীয় জনগণের যাতায়াতে আরামদায়ক পরিবেশ সৃষ্টি হবে এবং এই রাস্তা দিয়ে ১৫/২০ গ্রামের মানুষের যাতায়ত পরিবহণে সহজতা আসবে।এর পাশাপাশি কৃষি, ব্যবসায়ী, শ্রমিক সব শ্রেণী পেশার মানুষের কষ্ট কমে যাবে আর নৌকার জন্য অপেক্ষা করতে হবে না
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন গ্রামের গণ্য মান্য ব্যক্তি ও এলাকার মুরুব্বিয়ান , স্থানীয় জনগণ, সমাজকর্মী এবং গণমাধ্যম কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা সড়কটির উন্নয়নকে একটি বৃহৎ পদক্ষেপ হিসেবে অভিহিত করে এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ বগুড়ায় হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন!
এ প্রকল্পের সফল বাস্তবায়ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।