নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় চাষ হচ্ছে ভিনদেশী ফুল লিলিয়াম। নেদারল্যান্ডের লিলিয়াম চাষের ৫৫ দিনের মধ্যে ফুটেছে, হলুদ ফুল লিলিয়াম। বগুড়া শাজাহানপুরে লালতীর সীড কম্পানি পরিক্ষামুলক লিলিয়াম ও জারবেরা ফুলের কৃষক মাঠ দিবস পালন অনুষ্ঠানে লিলিয়াম ফুলের চাষের কথা তুলে ধরা হয়।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার সুজাবাদে 'গ্রীন ওয়ান' নার্সারিতে এ মাঠ দিবস পালন করে। লালাতীর বীজ কোম্পানির সার্বিক সহযোগিতায় 'গ্রীন ওয়ান' নার্সারিতে এ ফুল পরিক্ষামূলক ভাবে চাষ করে সফলতা পেয়েছে।
গ্রীন ওয়ানের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালতীর বগুড়া ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বাশার,লালতীরের মার্কেটিং ম্যানেজার জহুরুল ইসলাম।
অনান্যদের মধ্যে ছিলেন,বগুড়া ফুল ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক শ্রী লক্ষন,ফুল চাষী রসুল কাজল, মোঃ জান্নাতুল ফেরদৌস জনি সহ বগুড়ার ফুল চাষী ও ফুল ব্যবসায়ীগন।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, নিরাপত্তাহীনতায় পরিবার
উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন বলেন,বগুড়ার আবহাওয়া ও মাটি ফুলচাষের জন্য উপযুক্ত।বগুড়ায় লিলিয়াম ফুলের উৎপাদন বাড়লে আগামীতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য দেশগুলোতে লিলিয়াম ফুল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
লালাতীরের ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান বলেন,লিলিয়াম ফুল বর্ণ-বৈচিত্র্য ও সুগন্ধের কারণে বাংলাদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে।লালতীর গ্রীন ওয়ান নার্সারির মাধ্যমে পরিক্ষামূলক ভাবে চাষ করছে।সামনে দিনগুলো লিলিয়াম দেশের অর্থনিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফুলচাষি ও ফুল বিক্রেতারা জানান,আমরা আশাকরি জেলাব্যাপী লিলিয়াম ফুলের চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে,যাতে কৃষকরা অল্প সময়ের মধ্যে চাষ করে লাভবান হতে পারেন।