spot_img

― Advertisement ―

spot_img

মাগুরায় ১০০ রাউন্ড গুলিসহ আটক ৫ জন

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১০০ রাউন্ড তাজা গুলি, একটি স্নাইপার বাইনোকুলারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা...
প্রচ্ছদসারা বাংলামাগুরায় ১০০ রাউন্ড গুলিসহ আটক ৫ জন

মাগুরায় ১০০ রাউন্ড গুলিসহ আটক ৫ জন

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ১০০ রাউন্ড তাজা গুলি, একটি স্নাইপার বাইনোকুলারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার(১৮ ডিসেম্বর) রাতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর রাশেদ হাসান সেজানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের একটি দল পারনান্দুয়ালী মুন্সিপাড়াসহ কয়েকটি এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে ১০০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপিক স্নাইপার, ৫টি স্মার্টফোন, একটি বাটন ফোন ও ২টি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

মেজর রাশেদ হাসান সেজান অভিযানের বিষয়ে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে এবং রাতেই তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানা হাজতে প্রেরণ করেছি।”

আটককৃতরা হলেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) এবং আব্দুল হালিমের ছেলে বাবুল (২১)।

আরও পড়ুনঃ ১৫ বছর পর পারভেজ মল্লিকের স্বদেশ প্রত্যাবর্তন

মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, “আটককৃতদের যৌথ বাহিনী মাগুরা থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।