spot_img

― Advertisement ―

spot_img

আমতলীতে নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ মো. মামুনুর রশিদ, আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রী জুবায়রা আক্তার জান্নাতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইমন...
প্রচ্ছদসারা বাংলাআমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং সাধারণ মানুষ। তারা দাবি জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত এই আদেশ প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

গত বৃহস্পতিবার বদলির আদেশের খবর আমতলী উপজেলায় ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছেন, আদেশ প্রত্যাহার না হলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও উপজেলা শাটডাউন কর্মসূচি নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী উপজেলায় দায়িত্ব নেওয়ার পর মুহাম্মদ আশরাফুল আলম সততা ও দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছেন। তার উদ্যোগে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এসব কাজের মাধ্যমে তিনি উপজেলার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন।

সম্প্রতি, ১৮ ডিসেম্বর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে মুহাম্মদ আশরাফুল আলমকে কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এই সিদ্ধান্তে উপজেলার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, “আমতলীতে সৎ ও কর্মঠ কর্মকর্তার প্রয়োজন। বদলি আদেশ প্রত্যাহার না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ রামগঞ্জে ছিন্নমূল ও বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ

এদিকে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের মতো সৎ কর্মকর্তার বদলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত এ আদেশ স্থগিত করতে হবে।”

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলমও জানিয়েছেন, “আমতলীর উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ কর্মকর্তা। তার বদলির আদেশে আমিও চিন্তিত এবং আদেশ প্রত্যাহারের জন্য চেষ্টা করছি।”

উপজেলার মানুষ বদলির আদেশ বাতিলের দাবি জানিয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।