মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলায় অনুদানের নামে ইটভাটা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও’র নির্দেশে এই চাঁদা আদায় করা হয়েছে বলে জানা গেছে। ৫০টি ইটভাটা থেকে প্রায় অর্ধকোটি টাকা উত্তোলন করা হয়েছে।
ইটভাটা মালিকদের অভিযোগ, নভেম্বর মাসের শুরু থেকে পবা উপজেলায় কাগজপত্র যাচাই-বাছাইয়ের নামে প্রতিটি ভাটা থেকে ৭০-৮০ হাজার টাকা করে চাঁদা তোলা হয়। আর্থিক অনুদানের নামে রশিদ দিয়ে এই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভাটার মালিকরা।
পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের এক ভাটার মালিক নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, “ঘুষ বাণিজ্য এখানে নতুন কিছু নয়। ইটভাটা চালাতে প্রতিবছরই মোটা অঙ্কের টাকা দিতে হয়। এ বছরও পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করতে টাকা দিতে হয়েছে। ঘুষ না দিলে ভাটায় অভিযান চালানো হয়।”
এ বিষয়ে পবা উপজেলার এক প্রশাসনিক কর্মকর্তা জানান, ইউএনও’র নির্দেশে তিনি ভাটাগুলো থেকে টাকা সংগ্রহ করেছেন। তবে টাকা নেওয়া ও এর ব্যয়ের বিষয়ে তিনি কিছু জানেন না, সবকিছু ইউএনও’র নির্দেশেই হয়েছে।
আরও পড়ুনঃ লালমনিরহাটে এস এ পরিবহন থেকে ৪০ লাখের ভারতীয় পণ্য আটক
ইউএনও সোহরাব হোসেন চাঁদা আদায়ের বিষয়ে বলেন, “চাঁদার স্লিপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে আসুন, তখন বিস্তারিত বলা যাবে।”
তবে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, এই চাঁদা আদায় বন্ধ করতে এবং ইটভাটা মালিকদের হয়রানি থেকে মুক্তি দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।