গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। দুর্ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ওই পথ ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, “তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেটে জানানো হয়েছে, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে কামারপাড়া-মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”
আরও পড়ুনঃ রাজশাহীতে অনুদানের নামে ইটভাটা থেকে চাঁদা আদায়ের অভিযোগ
দুর্ঘটনার কারণে ওই রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রীরা যানজট এড়াতে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বক্তব্য জানতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
ব্রিজটি মেরামতের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। দুর্ঘটনা এড়াতে পুরনো অবকাঠামো দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তাও জোরালোভাবে উঠে এসেছে।