মোঃ সিফাত ই মঞ্জুর রোমান, বরিশাল প্রতিনিধিঃ বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য বিকাশে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে “শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪”।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৩টায় শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা’র উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, লেখক তনিমা রহমান ও কবি কেইএম তালুকদার তোফায়েলের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শব্দকথা সাহিত্য উৎসবের ১ম পর্বের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য লেখক ও গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, অতিরিক্ত সচিব ও লেখক দিলীপ কুমার বণিক, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, কবি ও শিশুসাহিত্যিক আতিক হেলাল, কবি ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ। বক্তব্য রাখেন কবি এস এম মিজান, প্রকাশক মাহাবুবা লাকি, কবি আইভী মামুন, কবি আবু সাঈদ শিপন প্রমুখ।
২য় পর্বে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য নগদ অর্থসহ “শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৪” প্রদান করা হয়। কবিতায় পুরস্কৃত হয়েছেন কবি নুরে আলম চৌধুরী, কথাসাহিত্যে তানজিম তানিম, শিশুসাহিত্যে নূর আলম গন্ধী। অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথা’র উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
আরও পড়ুনঃ বন্ধকালীন সময়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল বেরোবি প্রশাসন
৩য় পর্বে দেশাত্মবোধক গান, লোকগান, ভাওয়াইয়া গান, বাউলগান, বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ ও ধামাইল গান পরিবেশ করা হয়। এতে অংশগ্রহণ করেন অবিনাশ বাউল, আফরোজা ঝুমুর, মাহিন সারোয়ার, গোপী মোহন দাস, হাবিব খোকন, ইয়াছিন মাহমুদ।
কবিতা আবৃত্তি করেন সাফিয়া খন্দকার রেখা, রবিউল মাশরাফী, আলমগীর ইসলাম শান্ত, তাসলিম জাহান তমা, সালমান আতাউর, ফাতেমা সুলতানা সুমি, প্রতত সিদ্দিক, ফাতেমা জুঁই, স্বাগতা পাল চৌধুরী, ফাতেমা ইয়াসমিন প্রমুখ।