মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা “দৈনিক আমার দেশ” প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় পত্রিকাটির প্রথম সংখ্যা না পৌঁছায় পাঠকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।
গতকাল শুক্রবার, শতাধিক পাঠক রামগঞ্জের পত্রিকা এজেন্সি “নিউজ কর্ণার” থেকে পত্রিকা সংগ্রহ করতে গিয়ে হতাশ হয়ে ফিরে যান। অনেকের মধ্যে ক্ষোভ দেখা যায়। একাধিক পাঠক জানান, “আমরা সকাল থেকে পত্রিকার জন্য অপেক্ষা করেছি। পত্রিকার গাড়ি পৌঁছানোর পর জানতে পারি, আমাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ‘আমার দেশ’ পত্রিকাটি আসেনি। এতে আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে।”
এ বিষয়ে রামগঞ্জ নিউজ কর্ণারের পরিচালক মো. এমরান হোসেন রাজন জানান, “শুক্রবার আমরা পত্রিকার জামানতের টাকা জমা দিয়েছি, তবে কিছুটা দেরি হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ পত্রিকা সরবরাহ করতে পারেনি। আশা করছি, আগামীকাল থেকে পাঠকদের হাতে ‘আমার দেশ’ পত্রিকার কপি তুলে দিতে পারবো।”
আরও পড়ুনঃ ইবির লেকে মৎস পোনা অবমুক্ত করণ
রামগঞ্জের পাঠকরা আশা করছেন, এ ধরনের বিলম্ব আর হবে না এবং আগামী দিনগুলোতে তারা নিয়মিতভাবে পত্রিকাটি হাতে পাবেন।