মোঃ সোহেল, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখানে ডিবি পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে ভোলা জেলার পুলিশ সুপার মো. শরীফুল হকের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের চৌকস টিম দৌলতখান থানার মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিল্লাল মাঝির বন্ধ মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে মো. মনিরুল ইসলাম শুভ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মনিরুল ইসলাম শুভ ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমানত পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের পর আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনঃ ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত
ভোলা জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুলিশ সুপার শরীফুল হক জানান, "মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে।"
স্থানীয়দের মতে, এমন ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা ও অপব্যবহার অনেকাংশে কমবে।