spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ার কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর

বগুড়ার কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপুকে ঢাকায় স্থানান্তর

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে অসুস্থ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে হস্তান্তর করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ।

জেল সুপার জানান, কারাগারে বুকে ব্যথা অনুভব করলে রিপুকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপুর পরিবার সূত্রে জানা গেছে, তিনি ২০১৩ সাল থেকে হার্টের সমস্যায় ভুগছেন। তার হার্টের দুটি রক্তনালীতে ২৫ শতাংশ ও ৩০ শতাংশ ব্লক রয়েছে। তিনি এর আগে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছেন।

আরও পড়ুনঃ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর একটি দল রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে। পরদিন বগুড়ার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে ৪ ও ৫ আগস্ট, বগুড়া শহরের শিববাটি এলাকায় তার বাসায় দুদফা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই সময় থেকেই তিনি আত্মগোপনে চলে যান। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের হয়, যার মধ্যে হত্যাসহ গুরুতর অভিযোগ রয়েছে।

রিপুর চিকিৎসা ও মামলাসংক্রান্ত বিষয় নিয়ে তার পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।