spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের ৭...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরে ক্ষেতে স্তুপ করে রাখা ৬০মণ ধানে আগুন

লক্ষ্মীপুরে ক্ষেতে স্তুপ করে রাখা ৬০মণ ধানে আগুন

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে পূর্ব শত্রুতার জের ধরে ওয়াসিম চৌধুরী নামের এক কৃষকের এক একর জমির ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৬০ মণ ধান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে রামগতি পৌরসভার আরশিনগর এলাকায় এই ঘটনা ঘটে। ওই জমি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুর রব চৌধুরীর। বর্তমানে জমির মালিক তার লন্ডন প্রবাসী মেয়ে সালমা চৌধুরী। ওয়াসিম চৌধুরী বর্গাদার হিসেবে দীর্ঘদিন ধরে জমিটি চাষ করে আসছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে ওয়াসিমের ধান খেতে আগুন জ্বলতে দেখেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই ধানসহ খড় সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ওয়াসিম চৌধুরী বলেন, “এক একর জমির আমন ধান কেটে ক্ষেতেই স্তূপ করে রেখেছিলাম। পূর্ব শত্রুতার জেরে কেউ বা কারা রাতে খড়সহ ধানে আগুন ধরিয়ে দেয়। এতে ৬০ মণ ধান পুড়ে আমার সর্বনাশ হয়েছে।”

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ধর্ষণচেষ্টার সময় আত্মরক্ষার্থে হামলায় মাছ ব্যবসায়ী আহত

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক ন্যায়বিচারের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।