spot_img

― Advertisement ―

spot_img

চার সহ-সম্পাদকের পদ বাদ, নতুন চারটি মূল পদ যুক্ত হলো চাকসুর গঠনতন্ত্রে

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) গঠনতন্ত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। গঠনতন্ত্র থেকে চারটি সহ-সম্পাদকের পদ বাদ দিয়ে নতুন চারটি মূল পদ...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি ট্রাকের ধাক্কায় রিকশাভ্যানে থাকা বাবা, তার শিশু মেয়ে, এবং ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর দরগাহাট এলাকায় ঘটে।

নিহতরা হলেন মো. ফারুক, তার কন্যা শিশু হুমায়ারা, এবং ভ্যানচালক শাহিনুর রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রিকশাভ্যানটি দরগাহাট এলাকায় চলার সময় এর চাকা ভেঙে যায়। এই মুহূর্তে নওগাঁমুখী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যানে থাকা একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে, পথেই এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা, মেয়ে এবং ভ্যানচালক শাহিনুর রহমান মারা যান।

আরও পড়ূনঃ ফুলবাড়ীতে বিরল প্রজাতির শকুন উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ট্রাকটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ন্যায়বিচার এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।