
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, রমজান সংশ্লিষ্ট পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। রাজশাহী জেলায় এক লাখ মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড বিতরণের প্রক্রিয়া চলছে। দেশের প্রায় পাঁচ কোটি দরিদ্র মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে এই সুবিধার আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “সম্পদের সীমাবদ্ধতার কারণে সবাইকে কার্ড দেওয়া সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন পর্যায় থেকে উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল জানান, “একটি পরিবার যেন একাধিক কার্ড না পায়, তা নিশ্চিত করতে স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। বর্তমানে ৫৭ লাখ কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে এবং বাকি ৪৩ লাখ কার্ডের কাজ চলছে। কোনো অনিয়ম ধরা পড়লে কার্ড বাতিল করা হবে।”
আরও পড়ুনঃ বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-মেয়েসহ তিনজন নিহত
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, টিসিবি ডিলার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে রমজানে বাজার স্থিতিশীল রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিত্যপণ্যের সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলে আয়োজকরা জানান।



