spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাসারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিআরএ'র মানববন্ধন অনুষ্ঠিত

সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিআরএ’র মানববন্ধন অনুষ্ঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রতিষ্ঠাতা সদস্য হাসান আল মামুনের বাড়িতে সন্ত্রাসী হামলাসহ সারাদেশে সাংবাদিক ও তাদের পরিবারের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দৈনিক দেশ বাংলার সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ সাইদুর রহমান রিমন।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরএ’র সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, দপ্তর সম্পাদক মো. আশরাফ উদ্দিন, বিএমইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য ইসমাইল ইমন, আবুল হাসনাত মিনহাজ, জামশেদুল আলমসহ আরও অনেকে।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সারাদেশে সাংবাদিক এবং তাদের পরিবারের ওপর ঘটে যাওয়া হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। হামলাকারীরা বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে গ্রেফতার এড়িয়ে যাচ্ছে, যা প্রশাসনের নির্লিপ্ততার প্রমাণ।”

আরও পড়ূনঃ তৃণমূল নারীদের নেতৃত্বে রাজশাহীর নবায়নযোগ্য শক্তির অঙ্গীকার

বক্তারা আরও বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যদি তাদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসনকে অনতিবিলম্বে হামলার শিকার সাংবাদিকদের মামলাগুলো আমলে নিয়ে দোষীদের গ্রেফতার করতে হবে।”

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের সতর্ক ভূমিকা প্রয়োজন।”

এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক এবং বক্তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।