spot_img

― Advertisement ―

spot_img

আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের টিকিটে লড়তে প্রস্তুত রাজশাহীর রমেশ দত্ত ও বিশ্বনাথ সরকার

পাভেল ইসলাম মিমুল, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতনী...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফুলপুরে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা (দিউ) পুরাতন ডিগ্রি কলেজ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ১৯ পদাতিক ডিভিশনের বার্ষিক যৌথ অনুশীলনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার নিজে উপস্থিত থেকে ৫০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতিবছরের মতো এ বছরও শীত মৌসুমে সেনাবাহিনী দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এই উদ্যোগে সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ দুর্গাপুরে সিজার করার সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক

অনুষ্ঠানে সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার, ঘাটাইল অঞ্চলের সামরিক কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল অফিসার কমান্ডিং জানিয়েছেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু শীতার্ত মানুষকে উষ্ণতা দেয়নি, বরং তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। জনকল্যাণমূলক এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় জনগণের মধ্যে।