spot_img

― Advertisement ―

spot_img

স্কুলছাত্র শামীমের বিমান তৈরির ঘটনায় আলোড়ন, ফুলবাড়ীর গর্ব

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলের অষ্টম শ্রেণির ছাত্র শামীম রানা নিজের হাতে বিমান তৈরি করে উড়িয়ে এলাকায় ব্যাপক...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ফুলবাড়ীতে সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি হাসেম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হাসেম আলী (৬২) ফুলবাড়ী উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মাহমুদের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন এবং শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরের যুবলীগ নেতা ও ইউপি প্যানেল চেয়ারম্যান আরিফের মরদেহ উদ্ধার

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, “হাসেম আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বকুলতলা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হাসেম আলীর বিরুদ্ধে আরও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।