ইব্রাহীম হোসেন, দেবহাটা প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টায় ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ সেশনের জন্য গঠিত নতুন কমিটিতে সোহরাব হোসেনকে আমীর এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, আমীর: সোহরাব হোসেন, সেক্রেটারি: মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি: আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারি: মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারি: আরশাদ আলী, টিম সদস্য: রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার, ফারুক হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। তিনি সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে রামগঞ্জে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক এবং সহকারী সেক্রেটারি সোলায়মান হোসেন।
নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে পারুলিয়া ইউনিয়ন জামায়াত আরও শক্তিশালী ভূমিকা রাখবে। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।