spot_img

― Advertisement ―

spot_img

এইচএমপিভি ভাইরাস: কি, কাদের হয়, উপসর্গ ও বাঁচার উপায়

এইচএমপিভি (Human Metapneumovirus) হলো এক ধরনের শ্বাসতন্ত্রজনিত ভাইরাস যা মূলত শিশু, বয়স্ক মানুষ এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের উপর প্রভাব ফেলে। প্রথমবারের মতো ২০০১...
প্রচ্ছদসারা বাংলাকুড়িগ্রামে আইন লঙ্ঘন করে চলছে ইটভাটা নির্মাণ

কুড়িগ্রামে আইন লঙ্ঘন করে চলছে ইটভাটা নির্মাণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ফসলি জমির টপসয়েল কেটে আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করা হচ্ছে, যা কৃষি জমির উর্বরতা ধ্বংস করছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে বিভিন্ন স্থানে চলছে এ কার্যক্রম। এমনকি সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে ভারী যানবাহন চলাচল করছে, যা সড়ক ও জনপদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, “ট্রাক্টর ও ডাম্পার জনপদে চলাচল নিষিদ্ধ। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব হাইওয়ে পুলিশের।”

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান জানান, “এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুনঃ ভোলায় আল জামিয়াতুল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “ফসলি জমির টপসয়েল কাটা মারাত্মক ক্ষতিকারক। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং উৎপাদন আশানুরূপ হয় না। পাশাপাশি অনেক উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, যা মাটির জন্য গুরুত্বপূর্ণ।”

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় সয়েল উত্তোলনের এই অবৈধ কার্যক্রম পরিবেশ ও কৃষি জমির ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।