spot_img

― Advertisement ―

spot_img

ডাকসু নির্বাচনে নিহত সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শিবির

নিজস্ব প্রতিনিধি: ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিহত ওই সাংবাদিকের পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে...
প্রচ্ছদসারা বাংলাযশোরে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের নেতৃত্বে মহিন ও ফাহিম

যশোরে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের নেতৃত্বে মহিন ও ফাহিম

যশোর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আল হাসান।

সোমবার (৬ জানুয়ারি) সকালে গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোট ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। যশোর জেলার ভেটেরিনারি পড়ুয়া সকল শিক্ষার্থী এই কমিটিতে স্থান পেয়েছেন।

আরও পড়ুনঃ ইবি অধ্যাপক হাফিজুলের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

বিদায়ী কমিটির সভাপতি তালহা রায়হান নতুন কমিটির প্রতি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল, যার কারণে কিছু কাজ আমরা সম্পূর্ণ করতে পারিনি। তবে আশা করি, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ভেটেরিনারি পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন নেতৃত্বে এসোসিয়েশনটি আগামী দিনে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।