মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সায়েবা আক্তার বলেছেন, শুধু চিকিৎসার উপর নির্ভরশীল হলে চলবে না; আমাদের রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কিভাবে রোগ এড়ানো যায় এবং সুস্থ জীবনযাপন সম্ভব, তা শেখানোর জন্য স্কুল পর্যায়ে কার্যক্রম চালু করতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. সায়েবা আক্তার বলেন, “পরিবার এবং স্কুল থেকে স্বাস্থ্য শিক্ষা শুরু করতে হবে। উন্নত দেশগুলোতে স্বাস্থ্য সচেতনতা শিক্ষা পদ্ধতির অংশ। আমাদের দেশেও এই উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “আমরা এখনও অনেক ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরশীল। তবে ওষুধ উৎপাদনে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। বিভিন্ন ওষুধ কোম্পানির মান উন্নয়ন নিয়ে আলোচনা চলমান রয়েছে।”
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হকের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. মো. মোজাহেরুল হক, অধ্যাপক লিয়াকত আলী, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনসহ বিভিন্ন স্তরের ডাক্তার, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশীজনরা স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় মতামত দেন। তাদের সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন। ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টের মূল্য নির্ধারণ। সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে ডাক্তারদের রোগী দেখার হার নির্ধারণ। হাসপাতালের বেড অনুযায়ী চিকিৎসক ও সেবার মান বৃদ্ধি। স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ। সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান। ওষুধ কোম্পানির অবৈধ সুবিধা বন্ধ করা। স্বাস্থ্যখাতে গবেষণা ও প্রশিক্ষণের বরাদ্দ বৃদ্ধি। আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ।
আরও পড়ুনঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে হিট সাব প্রজেক্ট প্রপোজাল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
অন্যান্য প্রস্তাবনায় ছিল স্বাস্থ্য বীমা চালু করা, ডায়াগনস্টিক সেন্টারগুলো নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা চালু, ময়নাতদন্তের মানোন্নয়ন, এবং গণমাধ্যমের সঙ্গে স্বাস্থ্য বিভাগের সম্পর্ক উন্নয়ন।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের এই মতবিনিময় সভায় উত্থাপিত প্রস্তাবগুলো বাংলাদেশের স্বাস্থ্যখাতের কাঠামোগত উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।