মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শামীম হোসেন এবং সেক্রেটারি হিসেবে ইমরান নাজির দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন এবং এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ‘শুধু চিকিৎসা দিয়ে হবে না, আগে আমাদের সচেতন হতে হবে’
জানা যায়, মঙ্গলবার সকালে শুরু হওয়া সমাবেশে মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করা হয়। দুপুরে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠনের আদর্শকে বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।