spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দুর্জয় কুড়িগ্রামে গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।...
প্রচ্ছদসারা বাংলাপটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলন: আড়াই লাখ টাকা জরিমানা

পটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলন: আড়াই লাখ টাকা জরিমানা

সোমনাথ সেন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খাল থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এসএম রেজা রিপন নামে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ডাম্পার ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের গিরি চৌধুরী বাজার সংলগ্ন শ্রীমাই খালে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরবরাহ করার অপরাধে এসএম রেজা রিপনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ যশোরে যুবদল নেতার বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতার অভিযোগ

সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস বলেন, “শ্রীমাই খাল থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে।”

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।