spot_img

― Advertisement ―

spot_img

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ ভোটার নিবন্ধন কর্মসূচি ২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।পূর্বনির্ধারিত...
প্রচ্ছদসারা বাংলারায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে শীতবস্ত্র বিতরণ

রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে শীতবস্ত্র বিতরণ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ চলমান শীত মৌসুমে সারা দেশের মতো নরসিংদীর রায়পুরায়ও শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষদের সাহায্য করতে রায়পুরা উপজেলা প্রশাসন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে শীতবস্ত্র বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় ত্রাণ ভান্ডার থেকে ৫০০ কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় দুস্থ, দরিদ্র, অসহায় মানুষ এবং বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ধরনের উদ্যোগ শীতার্তদের দুঃখ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।