মোঃ আবু হায়াৎ, সুনামগঞ্জ (জেল) প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ সাইদুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গামাইতলা খাসপাড়া এলাকায়।
নিহত সাইদুল ইসলাম ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসীর বরাতে জানা গেছে, সাইদুল ইসলাম নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বুকের ডান পাজরে আঘাত করে, তিনি গুরুতর আহত অবস্থায় গামাইতলা স্কুলের সামনে এসে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিহত সাইদুল নোম্যান্স ল্যান্ডে ছিলেন। বিএসএফের গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
আরও পড়ুনঃ গভীর রাতে শীতার্তদের পাশে রামগঞ্জের ইউএনও মামুন
নিহতের পরিবার ও এলাকাবাসী বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার দাবি জানিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে।