রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রকে গুরুত্বসহকারে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে এ লিফলেট কার্যক্রম শুরু হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মাহমুল হাসান লিমন, হান্নান, জাহিদ, রাজ্যজ্যোতি এবং নাগরিক কমিটির সদস্য মো. মুকুল হোসেন, হাফিজুর রহমান বাবু, রাশিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেটের ৭ দফা দাবি:
১. জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি: আহতদের বিনামূল্যে সুচিকিৎসার প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।
2. অভ্যুত্থানের নেতৃত্ব স্বীকৃতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘোষণাপত্রে সুনির্দিষ্টভাবে স্থান দিতে হবে।
3. আওয়ামী খুনি ও দোসরদের বিচার: অভ্যুত্থানে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
4. ঐতিহাসিক ধারাবাহিকতা রক্ষা: ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের অভ্যুত্থানের সঙ্গে যোগসূত্র রেখে নতুন দিক নির্দেশনা।
5. ফ্যাসিস্ট সংবিধান বাতিল: গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন।
6. বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো: সব ধরনের বৈষম্য নিরসন করে নাগরিক পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
7. ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ: বিদ্যমান রাষ্ট্রকাঠামো বিলোপ করে সংস্কার নিশ্চিত করা।
আরও পড়ুনঃ বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ১৫ জানুয়ারির মধ্যে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দিয়েছে। তারা জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী শক্তিগুলোর সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র তৈরি করার আহ্বান জানিয়েছে।
আন্দোলনের নেতারা উল্লেখ করেন, দুনিয়ার অন্যান্য অভ্যুত্থানে অর্জিত সফলতার মতোই বাংলাদেশে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে। জনগণের সামনে ঐতিহাসিক এই অর্জনের একটি সুনির্দিষ্ট ঘোষণা তুলে ধরার দাবি জানিয়েছেন তারা।