spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মামলা ও হামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইমরান হোসেন (২৫) নামে এক...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

রামগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে যুবকের সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মামলা ও হামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইমরান হোসেন (২৫) নামে এক যুবক। তার বাড়ি রামগঞ্জ উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইমরান তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন।

ইমরান হোসেন অভিযোগ করেন, তার প্রতিবেশী নুর হোসেন, বিল্লাল, ফাতেমা, ও নাজমাসহ একটি চক্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে আসছে।

তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৫ জুলাই: ফাতেমা বেগম তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ২০২৪ সালের ১৫ এপ্রিল: তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ৩০ জুন: ধর্ষণ চেষ্টার অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়।

ইমরান জানান, তিনি বাড়ি থেকে বের হলেই স্থানীয় লোকজন দিয়ে তার ওপর হামলা চালানো হয়। তিনি আরও বলেন, “গত সপ্তাহে বেলাল হোসেনের ছেলে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা উদ্ধার করলেও সে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।”

ইমরান তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার অভিযোগ করেন এবং প্রশাসন ও দেশবাসীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

আরও পড়ুনঃ বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, মিলছে নানা অনিয়ম

অভিযুক্ত বিল্লাল হোসেন ইমরানের অভিযোগ অস্বীকার করে বলেন, “ইমরান হোসেন সন্ত্রাসীদের মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করেছে। আমরা তার ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। তার আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, “উভয় পক্ষের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিবেশীদের মধ্যে চলমান এ বিরোধ নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সুরাহার দাবি জানিয়েছেন।