spot_img

― Advertisement ―

spot_img

মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ “মানসম্মত শিক্ষা ও নৈতিকতার অনুশীলন” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ প্রাঙ্গণে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...
প্রচ্ছদসারা বাংলাঢাকা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নোমানের নেতৃত্বে আনন্দ মিছিল

ঢাকা উত্তর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নোমানের নেতৃত্বে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সাভার থানা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল ঢাক-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. রফিকুল ইসলাম নোমান। মিছিলে নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মিছিল শেষে সমাবেশে মো. রফিকুল ইসলাম নোমান বলেন, “বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যোগ্য ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।” তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদকসহ নারীসহ ছয়জন আটক

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আনন্দ মিছিলে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং জাতীয়তাবাদী শক্তির সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।