
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে ২,৫০০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু হয়েছে।
রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে আয়োজিত চারদিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
ক্যাম্পে তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজটি সম্পন্ন করছেন।
রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক বলেন, “বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ। তুরস্কের চিকিৎসক দলের আগমনে আমরা বৈশ্বিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি।”
আরও পড়ুনঃ খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ার আহ্বান অতিরিক্ত বিভাগীয় কমিশনারের
স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “এটি আমাদের ষষ্ঠ আয়োজন। প্রতিবারই আমরা মানুষের বিপুল সাড়া পাই। এবারও চার দিনে ২,৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা করেন।