
মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চার কেজি গাঁজাসহ শাহা আলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুনঃ রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ২,৫০০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।