
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর হাসনগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং তিনি হাসনগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদি দোকান চালাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে আব্দুস সালাম তার মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সারা রাত তাকে খোঁজাখুঁজি করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির ২০০ মিটার দূরে একটি লেবু বাগানে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, “আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা সারারাত তাকে খুঁজেছি। পরদিন সকালে লেবু বাগানে তার জবাই করা লাশ পাই।”
নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
আরও পড়ুনঃ আদালতের নির্দেশে লালমনিরহাটের আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খানের সম্পদ ক্রোক
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শিগগিরই হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।”
ঘটনাস্থল পরিদর্শন করে কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আশা করছি প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।