spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলা'আওয়ামী ফ্যাসিবাদের পর এখন আরেকটি গোষ্ঠী সিজেকেএস দখল করতে চাচ্ছে'

‘আওয়ামী ফ্যাসিবাদের পর এখন আরেকটি গোষ্ঠী সিজেকেএস দখল করতে চাচ্ছে’

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী সন্ত্রাসী ও ফ্যাসিবাদের পর এখন আরেকটি গোষ্ঠী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে (সিজেকেএস) দখল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর কাজীর দেউড়ী এম এ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাফুফেকে লিজ দেওয়া এবং সিজেকেএসের এডহক কমিটি বাতিলের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে বিপুল সংখ্যক ক্রীড়া কর্মকর্তা, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কোচসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চসিক মেয়র বলেন, “এই স্টেডিয়ামটি সবসময় চট্টগ্রামের খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে কাজ করেছে। এখান থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, তামিম ইকবাল এবং ফুটবলের আশিশ ভদ্র, দিপু, এফআই কামাল, মামুন, নাজিম প্রমুখ উঠে এসেছেন। কিন্তু আজকে ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আবারও বৈষম্যের শিকার হতে বাধ্য করা হচ্ছে।”

তিনি বলেন, “সিজেকেএসের অধীনে ৪৩টি ইভেন্ট পরিচালিত হয়। অথচ কোনো কারণ ছাড়াই আমরা দেখলাম, একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২৫ বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে।”

চট্টগ্রামের স্বার্থে মাঠটি কেবলমাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহৃত হবে উল্লেখ করে মেয়র বলেন, “আমি শুধু একজন মেয়র হিসেবে নয়, নাগরিক ও সিজেকেএসের সাবেক কাউন্সিলর হিসেবেও বলতে চাই, এই সিদ্ধান্তকে কখনোই স্বাগত জানানো যায় না। এটা চট্টগ্রামের বিরুদ্ধে একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।”

সিজেকেএসে গঠিত এডহক কমিটি বাতিলের দাবি জানিয়ে ডা. শাহাদাত বলেন, “ইতোমধ্যে আমরা দেখেছি, একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে কোনো খেলোয়াড়, কোচ বা সিজেকেএসের কোনো কর্মকর্তার নাম নেই। ৪৩টি ইভেন্ট পরিচালনার আদৌও তাদের দক্ষতা আছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই এই কমিটি অনতিবিলম্বে বাতিল করতে হবে।”

আরও পড়ুনঃ রাজশাহী কলেজ শিক্ষার্থী মুরাদের অকাল মৃত্যু, নেমেছে শোকের ছায়া

তিনি আরও বলেন, “চট্টগ্রামের স্টেডিয়ামকে বাঁচাতে এখানকার ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকদের নেতৃত্ব দিতে হবে। এই স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য, বাইরের কোনো গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না।”

ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলমের সভাপতিত্বে এবং মো. কামরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মো. খান, ইসমাইল বালি, ক্রীড়া সংগঠক ইস্কান্দার মির্জা, মশিউল আলম স্বপন, সাংবাদিক জাহিদুল করিম কচি, সিএমইউজের সভাপতি মো. শাহনওয়াজ, সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের স্বার্থে এম এ আজিজ স্টেডিয়াম কেবল চট্টগ্রামের জন্যই ব্যবহার করতে হবে। সিজেকেএসকে বাইরের কোনো গোষ্ঠী দখল করতে চাইলে তার প্রবল প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।