
মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার টেন্ডার বাক্স লুটের ঘটনায় নিজের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিল।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে রাজশাহী নগরের বিসিক এলাকায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিল দাবি করেন, এ ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল বলেন, “রাষ্ট্রের সব আইন মেনেই ব্যবসা-বাণিজ্য করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোসর রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত সোমবার পবার ইউএনও কার্যালয়ে সব নিয়ম মেনেই আমরা হাট ইজারার টেন্ডার ড্রপ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা টেন্ডার ড্রপ না করেই বেরিয়ে আসি।”
তিনি আরও বলেন, “এ ঘটনার খবর জাতীয় ও স্থানীয় প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো সংবাদেই আমার নাম উল্লেখ করা হয়নি বা আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি। কিন্তু একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।”
আরও পড়ুনঃ ইবি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিলো শিবির
শাকিল অভিযোগ করেন, “দুই দিন আগে অনিবন্ধিত দুটি নামসর্বস্ব ফেসবুক পেজে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সুস্পষ্ট হলুদ সাংবাদিকতা। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তারা আমাকে অভিযুক্ত করেছে। অথচ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তদন্তেও আমার সম্পৃক্ততা পাওয়া যায়নি।”
ফেসবুক পেজে প্রচারিত বিভ্রান্তিকর প্রতিবেদনকে নিজের মানহানির শামিল উল্লেখ করে শাকিল বলেন, “আমি সম্মানের সঙ্গে ব্যবসা করি।