মো: মামুনুর রশিদ, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা মৎস্য অফিস চত্বরে উপজেলার সাত ইউনিয়নের ৩৫ জন হতদরিদ্র জেলের মাঝে এসব গরুর বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন মিয়া।
আরও পড়ুনঃ ইবিতে চারুকলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমতলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।