spot_img

― Advertisement ―

spot_img

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত...
প্রচ্ছদসারা বাংলাআমরা জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না: মেয়র ডা....

আমরা জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না: মেয়র ডা. শাহাদাত

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নিয়মিত কর পরিশোধ করা জরুরি। আমরা জনগণের ওপর করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না, বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই।”

নগরবাসীর কর প্রদান সহজতর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচতলায় রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত কর মেলা ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে কর আদায় বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষকে ন্যায্য কর পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়েছে। শহরের রাস্তায় ৭০-৮০ টন ওজনের পণ্যবাহী যান চলাচলের ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে, অথচ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত সহায়তা মিলছে না। তাই তাদের কাছ থেকে যথাযথ কর আদায় সময়ের দাবি। পাশাপাশি যেসব সংস্থা এখনো কর দিচ্ছে না, তাদেরও সময়মতো কর প্রদানের আহ্বান জানাই।”

মেয়র জানান, করদাতাদের হয়রানি কমাতে ট্রেড লাইসেন্স নবায়ন ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনা হয়েছে। খুব শিগগির অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের সুবিধা চালু করা হবে। তিনি আশ্বস্ত করেন, “কোনো কর্মকর্তা যদি কর প্রদানের ক্ষেত্রে অনৈতিক কিছু দাবি করেন, তবে আমাদের জানান। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ ইবি ছাত্রদলের দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান শুরু

তিনি আরও বলেন, “আমরা জনগণের ওপর কোনো করের বোঝা চাপাতে চাই না, বরং সুন্দর ও দুর্নীতিমুক্ত একটি শহর গড়তে চাই। কর থেকে পাওয়া অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে, যাতে নাগরিকদের জীবনযাত্রা আরও উন্নত হয়।”

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর মেলায় আরও উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি ও রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

মেলায় রাজস্ব সার্কেল-০১ ও রাজস্ব সার্কেল-০৫-এর আওতাধীন এলাকার করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন।