মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলা ও প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী থানা (পশ্চিম) শাখা। ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ উৎসব চলছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বইমেলা ও প্রকাশনা উৎসবে অংশ নিচ্ছেন। মেলায় আগত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা জানান, উপজেলায় প্রথমবারের মতো এমন আয়োজন তাদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। একইসঙ্গে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিকেও তারা ইতিবাচকভাবে দেখছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী (পশ্চিম) থানা শাখার সভাপতি মো. মিরাজ হোসাইন বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আগামী দিনেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”
আরও পড়ুনঃ কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালালো ধর্ষণ মামলার আসামি
এ উৎসবে সংগঠনের সেক্রেটারি সবুজ ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মো. মনিরুজ্জামান, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বইমেলার সমাপনী অনুষ্ঠিত হবে।