spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।

গ্রেপ্তার হওয়া এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির জানান, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন এম এ মালেক। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ড আবেদন করা হবে।

আরও পড়ুনঃ মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা কমিটি গঠন

উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালেক প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমেদের কাছে পরাজিত হন।