spot_img

― Advertisement ―

spot_img

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।শনিবার (৯ আগস্ট)...
প্রচ্ছদসারা বাংলামাগুরায় ধর্ষণের ঘটনায় আটক ২ ,ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল,থানা ঘেরাও

মাগুরায় ধর্ষণের ঘটনায় আটক ২ ,ধর্ষকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল,থানা ঘেরাও

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষনের অভিযোগে শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী। দুপুরের জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী,নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সবীজের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখ (১৮) কে পুলিশ আটক হয়েছে । ভিকটিক ঢাকায় থাকার কারণে এখনো মামলা হয়নি। ধর্ষিত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে । আমরা ভিকটিমের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছি । এ ঘটনায় এখনো তদন্ত চলছে।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে গ্রাম্য শালিসে দু’গ্রুপের সংঘর্ষ, বিএনপি সভাপতি সহ আহত ২০

উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।