spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলানাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধিঃ নাবিল গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ করে আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ৭৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে থাকা ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা ছাড়াও বিপুল পরিমাণের জমি জব্দ করা হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক মাসুদুর রহমান আদালতে করা আবেদনে উল্লেখ করেন, অনুসন্ধানে নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে থাকা অর্থ যেকোনো সময় উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর বা বিদেশে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাব জব্দ করা জরুরি।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে আব্দুল হাকিম পিন্টুর খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

একইসঙ্গে নাবিল গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দের আবেদনও করেন দুদকের উপপরিচালক। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব ও জমি জব্দের নির্দেশ দেন।