spot_img

― Advertisement ―

spot_img

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।শনিবার (৯ আগস্ট)...
প্রচ্ছদসারা বাংলামাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন দুর্বৃত্ত গ্রেফতার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন দুর্বৃত্ত গ্রেফতার

মাহিম সিদ্দিকি, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সেনা ক্যাম্পের গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। শনিবার (১৬ মার্চ) ভোররাতে সদর থানার পারনান্দুয়ালী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, মাগুরা সেনা ক্যাম্পের গোয়েন্দা সূত্র থেকে তথ্য পেয়ে মেজর সাফিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি সেনা দল উক্ত গ্রামে অভিযান চালায়। অভিযানে দুটি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড তাজা গুলি, একটি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, পুলিশের লুট হওয়া একটি টিয়ার শেল, ৮টি হাত বোমা, দুটি চাইনিজ চাপাতি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

অভিযানে আটক তিনজন হলেন পারনান্দুয়ালী গ্রামের মো. মারুফ (৩৫), মো. লিখন হোসেন (২৮) ও মো. আশিকুর রহমান (৩০)। অভিযানের পর তাদের মাগুরা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ জামালপুরে সেতুর নিরাপত্তা ইস্যুতে বি আই ইউ ছাত্রদলের অভিযোগপত্র প্রদান

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং তাদের সাথে কোনো বড় অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।