
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সদস্যরা।
তারা দাবি করেছেন, বাজার স্থানান্তর হলে শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং ভোক্তাদেরও অসুবিধায় পড়তে হবে। এ নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ খুচরা মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলী জানান, ১৯৭৭ সাল থেকে নিউমার্কেট এলাকায় মাছের বাজার রয়েছে, যা শহরের অন্যতম ব্যস্ত ও সুবিধাজনক জায়গা। দক্ষিণ পাশে গরু-খাসির মাংসের বাজার, কাঁচা সবজি বাজার ও মুদি দোকান থাকায় ভোক্তারা সহজেই প্রয়োজনীয় বাজার করতে পারেন। তবে সম্প্রতি ব্যবসায়ীরা জানতে পারেন, বাজারটি ফায়ার সার্ভিস মোড়ের পানির ট্যাংক সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হচ্ছে, যা খুচরা ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
সমিতির সহ-সভাপতি মুকুল রহমান বলেন, “নিউমার্কেটে একজন ক্রেতা একসঙ্গে কাঁচা সবজি, মুদি সামগ্রী ও মাছ কিনতে পারতেন। কিন্তু নতুন বাজারটি প্রায় এক কিলোমিটার দূরে হওয়ায় সেখানে যেতে ক্রেতাদের সময় ও ব্যয় বাড়বে। এছাড়া নতুন স্থানটি জনবহুল এলাকা নয়, ফলে ব্যবসা মার খাবে।”
আরও পড়ুনঃ কুবিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকের কক্ষ সিলগালা
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, “পাইকারি মাছ বাজার শহরের ব্যস্ত এলাকায় থাকায় যানজটসহ নানা সমস্যা তৈরি হচ্ছিল। তাই এটি শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তবে কাজ এখনো শুরু হয়নি। জায়গায় সরকারি গাছ রয়েছে, যা কাটতে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে।”
পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন মাছ বাজার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকা। তবে ব্যবসায়ীদের আপত্তির কারণে এ প্রকল্প নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।