
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী উপজেলার জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিম রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সিদরাতুল ইসলাম সবুজ, লাভলু মিয়া প্রমুখ।
আরও পড়ুনঃ রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে নিহত ২
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতে মুসলমানদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।