
মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে রমজানের শুরুতে পর্যটকদের উপস্থিতি ছিল একেবারেই কম। তবে শুক্রবার (২০ রমজান) থেকে হাতে গোনা কিছু পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। যদিও সৈকতে এখনো তেমন ভিড় নেই, তবে আগের তুলনায় কিছুটা পরিবর্তন এসেছে।
ক্যামেরাম্যান মোহাম্মদ আসছিফ জানান, পর্যটক সংকটের কারণে ছবি তোলার কাজেও মন্দাভাব চলছে। আগে যেখানে দৈনিক দুই-তিন হাজার টাকা আয় হতো, এখন মাত্র ২০০ টাকা আয় হচ্ছে, যা ন্যূনতম খরচও মেটানো কঠিন হয়ে পড়েছে। সাধারণত শুক্রবারে যেখানে আয় ২০০০ টাকার মতো হতো, সেখানে পর্যটক সংকটের কারণে আয়ের গ্রাফ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সৈকতের আশপাশের ফুটপাতের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। পর্যটক না থাকায় বেচাকেনাও হচ্ছে না বললেই চলে। টং দোকান ও ডাব বিক্রেতা মো. মাহিদ ইসলাম বলেন, “ব্যবসা এখনো মন্দা, তবে আজ কিছু পর্যটকের আনাগোনা থাকায় কিছুটা বিক্রি হয়েছে। সামনে পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি। ঈদের পর পর্যটকদের ব্যাপক ভিড় থাকবে, সেটাই প্রত্যাশা।”
আরও পড়ুনঃ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ
অন্যদিকে, দীর্ঘদিন মন্দাভাবের পর ঈদের বাজার কিছুটা চাঙা হতে শুরু করেছে। ২০ রমজান থেকে বেচাকেনা কিছুটা বাড়লেও ব্যবসায়ীরা আশাবাদী যে ২৫ রমজানের পর বাজার সরগরম হয়ে উঠবে। কাপড়, কসমেটিকস, সেমাই, নুডুলসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীরাও ঈদের বাজার নিয়ে আশাবাদী।
ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, রমজানের শেষের দিকে এবং ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামবে, যা ব্যবসার প্রাণ ফেরাবে।